
চার বছর পর একসঙ্গে
সেপ্টেম্বর ৭, ২০২০আলোচিত নায়িকা পরীমনি নায়ক রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘রক্ত’ ছবিতে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। এরপর নতুন কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। চার বছর পর ‘মুখোশ’ নামের ছবিতে ফের জুটি বাঁধছেন তারা।
২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিতব্য এই ছবিটি নির্মাণ করেত যাচ্ছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন শুভ নিজেই।
এই নির্মাতা জানান, চলতি বছরের ডিসেম্বরের দিকে ছবিটির শুটিং শুরুর ইচ্ছে রয়েছে। ছবিটি ব্যাচেলর ডটকম প্রডাকশনের ব্যানারে নির্মিত হবে।
এদিকে, পরীমনি এখন ব্যস্ত রয়েছেন সরকারি অনুদান প্রাপ্ত আরেক ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র শুটিং নিয়ে। গতকাল থেকে খুলনার রুপসা নদীতে এই ছবির শুটিং শুরু হয়েছে। আবু রায়হান জুয়েল পরিচালিত ছবিটি মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে তৈরি হচ্ছে।