
কুকুর অপসারণ বন্ধে উচ্চ আদালতে জয়ার রিট
সেপ্টেম্বর ১৯, ২০২০দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই প্রাণী ভক্ত। করোনার শুরুর দিকে সময় রাস্তায় নেমে কুকুরদের খবার দিয়েছেন তিনি। ঝুঁকি নিয়ে ঢাকা শহর থেকে কুকুর অপসারণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এ নিয়ে সচেতনতা বাড়াতে নিয়মিতই ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন জয়া আহসান।
এবার উচ্চ আদালতে করলেন রিট তিনি। কিছুদিন আগেই ঢাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এই সিদ্ধান্ত বন্ধের আবেদন জানিয়ে আদালতে রিট করেছেন অভিনেত্রী।
জয়ার সঙ্গে আছে দুটি প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর এনিম্যাল ওয়েলফেয়ার। ১৭ সেপ্টেম্বর আবেদনকারীদের পক্ষে আইনজীবী সাকিব মাহবুব এই রিট করেন।