
একসঙ্গে আব্বাস ও আকবর
সেপ্টেম্বর ২৬, ২০২০চলচ্চিত্রের অন্যতম দুই নায়ক বন্ধু নিরব ও ইমন। তাদের বন্ধুত্বের কথা চলচ্চিত্রাঙ্গনের সবার জানা। বৃহস্পতিবার প্রায় পুরোদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) জমিয়ে রাখেন। তাদের গেটআপ ও শুটিং সেট দেখে চমকে ওঠার মতো। কাজটির মধ্যেও রয়েছে যথেষ্ট চমক। কারণ, টানা নয় বছর পর দুই নায়ক বন্ধু মিলে মডেল হলেন একই বিজ্ঞাপনচিত্রে।
জানা গেছে, সাইফ চন্দন পরিচালিত এই টিভিসি নির্মাণ হচ্ছে পুরো ফিল্মি কায়দায়। যেখানে চলচ্চিত্রের দুটি আলোচিত ‘আব্বাস’ ও ‘আকবর’ চরিত্রে দেখা যাবে নিরব ও ইমনকে।
নিরব বলেন, কাজটি সিনেম্যাটিক। নাম দুটিও বেশ জনপ্রিয় সিনে দর্শকদের কাছে। আর এটি নির্মাণও করছেন আমাদের প্রিয় নির্মাতা সাইফ। মোট মিলিয়ে দুই বন্ধু একটা টিভিসি করছি, ভালো লাগছে।
নিরব-ইমন দুজনেই জানান, দীর্ঘদিন পর তারা বিজ্ঞাপনে কাজ করছেন। বললেন, দুজনের মধ্যে একটা নস্টালজিক ব্যাপার কাজ করছে। তবে সবচেয়ে ভালো লাগছে নিজেদের সিনেমার চরিত্র নিয়ে বিজ্ঞাপনে হাজির হচ্ছি।
ভিনটেজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত স্টার চেয়ারের বিজ্ঞাপন এটি। যাতে আরো আছেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। আগামী মাসেই বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপনটি প্রচার হবে বলে জানান নির্মাতা।