অভিনয়ে সাফল্য পেলেও ব্যক্তিগত সম্পর্কে থিতু হতে পারেননি ড্রিউ ব্যারিমোর। তিনবার সংসার ভেঙেছে এই অভিনেত্রীর। তাই বিয়ে নিয়ে ত্যক্ত বিরক্ত ড্রিউ। তাই সিদ্ধান্ত নিয়েছেন আর কখনো বিয়েই করবেন না তিনি!
সম্প্রতি এক সাক্ষাত্কারে ড্রিউ বলেন, ভালোবাসা পাওয়ার দিক থেকে আমি চরম হতাশ একজন মানুষ। যদিও জানি, মানুষের জীবনে কোনো না কোনোভাবে ভালোবাসার দরকার হয়। কিন্তু নতুন করে ভালোবাসা খোঁজা বা আবিষ্কারের ইচ্ছে কোনোটাই আমার নেই।
ড্রিউ ব্যারিমোর বিয়ের পিঁড়িতে বসেছেন ১৯৯৪, ২০০১ ও ২০১২ সালে। প্রথম দুই বিয়ে টিকেছিল এক বছর করে, শেষেরটি চার বছর। তাই বিয়ে নিয়ে হতাশ ৪৫ বছর বয়সী ড্রিউ।
তিনি বলেন, জীবনে আর কখনোই বিয়ে করব না। আমি জানি ‘কখনো না’ শব্দটি কারোই বলা উচিত নয়। কিন্তু বিয়ে প্রসঙ্গে আমি বড় অক্ষরে ‘নেভার’ শব্দ লিখতে চাই।