
সতর্ক মেহজাবিন
আগস্ট ৩০, ২০২০জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গেল কয়েক ছবির ধরে ছোট পর্দায় নম্বর ওয়ান অভিনেত্রীর তকমা দখল করে আছেন। এই অভিনেত্রীর প্রতি দর্শকের ভালোবাসা তাকে এই নম্বরের ওয়েনের তকমা এনে দিয়েছে। ইউটিউবে ভিউয়ের দিক থেকেও তিনি হিট অবস্থানে আছেন।
করোনাকালে এই মেহজাবিন শুটিং থেকে দূরে ছিলেন। তবে আবারও কাজ শুরু করেছেন এই পর্দাকন্যা।
ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদ বিরতি নিয়ে এরইমধ্যে আবারও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি শুটিং শেষ করলেন ‘আবার ভালোবাসার সাধ জাগে’ শিরোনামের একটি নতুন নাটকের। তুহিন হোসেনের পরিচালনায় এতে মেহজাবিন অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে।
কাজ প্রসঙ্গে মেহাজাবিন বলেন, ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে বেশ কিছুদিন কাজ করিনি। তবে বিরতি ভেঙে আবারো শুটিং শুরু করেছি। তবে কাজে ফিরলেও করোনার কারণে সতর্কতা মেনে কাজ করছি। বেছে বেছে কাজ করবো আপাতত। নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা।