সব পাখি ঘরে আসে-সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন’- কবি জীবনানন্দ দাশের বিখ্যাত দুটি লাইন।
গতকাল মডেল ও অভিনেত্রী মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি লাইন শেয়ার করেছেন। সঙ্গে আবেদন ছড়ানো এক ছবি।
সেখানে মিথিলাকে শাড়িতে দেখা গেছে। কিন্তু ব্লাউজ নেই। খোলা চুলে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছেন এই মডেল।
ছবিটি প্রকাশ হতেই বেশ হৈচৈ ফেলে দিয়েছে। জীবনানন্দের বনলতা সেন রূপে মিথিলাকে দেখে তার অনেক অনুসারীরা ছবিটির প্রশংসা করছেন।