
‘পরাধীন’ ঊর্মিলা
আগস্ট ১৮, ২০২০জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করছেন তিনি। ‘পরাধীন’ শিরোনামের ধারাবাহিকটিতে দেখা যাবে তাকে।
এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন শামীমা আক্তার বেবি। নাটকের গল্পে দেখা যাবে- জীবনকে কোনো নিয়মের মধ্যে বাঁধতে নারাজ ঊর্মিলা। কোথাও কাউকে বিপদে পড়তে দেখলে এগিয়ে যায়। কিন্তু এটির বিপরীতমুখী হলেন নাঈম। তাই পরিচয়ের প্রথমদিনই শুরু হয় তাদের দ্বন্দ্ব।
ধীরে ধীরে তা এক গভীর ট্র্যাজিক পরিণতির দিকে যেতে থাকে। এটি নির্মাণ হচ্ছে চ্যানেল আইয়ের জন্য।
এ ব্যাপারে ঊর্মিলা বলেন, ঈদের পর আবারো শুটিং শুরু করেছি। ধারাবাহিকটির গল্পও বেশ সুন্দর। দর্শকের মনে দাগ কাটবে। একটি মেয়ের পরাধীনতার অনেক বিষয় এই নাটকে নির্মাতা তুলে ধরছেন।
ঊর্মিলা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন এফএস নাঈম, শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আনিসুর রহমান মিলন, অর্ষা, সোহান খান, আরফানসহ আরো অনেকে।