
আত্মহত্যা করলেন মডেল লরেন
আগস্ট ৩১, ২০২০দেশের তরুণী মডেল লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। গতকাল বাবা-মায়ের সঙ্গে অভিমান করে (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামান তার বাবা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লরেনের পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে একথা জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন মেন্ডেস। এরপর এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
তপু খান ও কণার ‘ঘোর’ নামে একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন লরেন। তার অভিনীত ‘তোমার পিছু ছাড়বো না’ গানটি আলোচিত হয়।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ কাজ করেছিলেন লরেন। সবশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। এদিকে গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন লরেন।