জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তিন মাস পর শুটিংয়ে ফিরলেন। ১ জুন থেকে শুরু হয়েছে ছোট পর্দার শুটিং। করোনাকালে নিরাপত্তার স্বার্থে অনেকেই শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সেই তালিকায় ছিলেন এই অভিনেতাও। অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। এরইমধ্যে আসছে ঈদের জন্য ‘বড় লোকের বেটি’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।
এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
এছাড়া মোশাররফ করিম ‘উইশ’ নামের একটি নাটকেরও শুটিংও করেন। পরিচালনা করেছেন রায়হান খান। খুব শিগগির একই নির্মাতার ‘গিরগিটি’ নামের সাত পর্বের একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন তিনি।