
এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক
জুলাই ৫, ২০২০কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর ৯ মাস সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে গত ১১ জুন দেশে ফেরেন ।
তারপর রাজধানীর মিরপুরের বাসায় কিছু দিন ছিলেন এন্ড্রু কিশোর। পরবর্তীতে নিরিবিলি সময় কাটানোর জন্য গ্রামের বাড়ি রাজশাহীতে যান এই গায়ক। সেখানে বর্তমানে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা যায়।
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, এন্ড্রু কিশোরের অবস্থা খুব একটা ভালো নয়। আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। রাজশাহীতে তার বোনের ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।
সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।