
মানবিক পার্নো মিত্র
জুন ১, ২০২০অভিনয় জীবনের শুরুটা করেছিলেন ছোট পর্দা দিয়ে। সেখানে খেলা, মোহনা, বউ কথা কউ, সময়, কোড়া পাখি সিরিয়ালের মাধ্যমে বেশ পরিচিতি পান। বলছিলাম পার্নো মিত্রের কথা। এরপর টানা ১০ বছর চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
ঝুলিতে আছে রঞ্জনা আমি আর আসব না, বেডরুম, কয়েকটি মেয়ের গল্প, একলা আকাশ,মাছ মিষ্টি অ্যান্ড মোর, আমি আর আমার গার্লফ্রেন্ডস’র মতো সিনেমা।
পশ্চিমবঙ্গে করোনা এবং আম্পানের ভয়াবহতা রুখতে মানুষের পাশে দাঁড়ালেন পার্নো মিত্র। প্রান্তিক মানুষের কাছে নিজ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় সেই ত্রাণ পৌঁছে যাচ্ছে।
এই সংস্থার সঙ্গে জোট বেঁধে সুন্দরবনের বিভিন্ন গ্রামে ত্রিপল,শুকনো খাবার, পানীয়, চাল, ডাল, আলু-সহ আরও প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দিলেন।
এছাড়া লকডাউনে রূপান্তরকামী, যৌনকর্মীদের হাতে খাবার তুলে দিয়েছেন পার্নো।