
গানের শুটিং-এ মিমি চক্রবর্তী
জুন ১০, ২০২০জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। করোনার সংক্রমণের জেরে মার্চ মাসের শেষে শুরু হয় লকডাউন। এবার লকডাউন শিথিল হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরছেন মিমি। তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই মিউজিক ভিডিও।
জানা গেছে, রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ গানটি নিজের গলায় গেয়েছেন মিমি। লকডাউন শিথিল হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই অনুরাগীদের মনে আশা জাগাতে গানটি গেয়েছেন তিনি। রাজারহাট ও তার আশপাশের এলাকায় গানের শুট করেছেন অভিনেত্রী। সামাজিক দূরত্ব মেনেই হয়েছে শুটিং।
‘বাজি’, ‘ড্রাকুলা স্যার’ নামে দুটি ছবি মিমির হাতে এখন রয়েছে। ‘বাজি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন জিৎ ও মিমি। আর ‘ড্রাকুলা স্যার’ ছবির শুটিং শেষ করেছেন। কিন্তু লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে মুক্তি। সাংসদ হওয়ার পর এটিই মিমির প্রথম ছবি। ছবিতে মিমির বিপরীতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।