
সালমান-জ্যাকুলিনের রসায়নে মুগ্ধ দর্শক
মে ১৩, ২০২০এই লকডাউনের মাঝে ভক্তদের মনোরঞ্জন করে চলেছেন সালমান খান। ‘প্যার করোনা’ ইউটিউবে মুক্তি পাওয়ার পর এবার তার নতুন গান ‘তেরে বিনা’ মুক্তি পেল ১২ মে। এই গানে সালমানের সঙ্গে দেখা গেছে লাস্যময়ী জ্যাকুলিন ফার্নান্ডেজকে। পর্দায় দুই তারকার রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা।
গানটির শুটিং হয়েছেপানভেলে সালমানের খামারবাড়িতে। লকডাউনে এখানেই রয়েছেন জ্যাকুলিন। কিক এবং রেস-৩-তে তাদের জুটি সুপারহিট ছিল। এরপর ‘তেরে বিনা’ গানেও এই জুটির রসায়ন পছন্দ করছেন দর্শকেরা।
‘তেরে বিনা’ গানটি গেয়েছেন সালমান নিজে। ঘোড়া সওয়ারি থেকে ক্যান্ডেল নাইট ডিনার, সবই রয়েছে ভিডিওতে।
তেরে বিনার গীতিকার সাবির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া। মেক-আপ থেকে চুল, সেট সাজানো পুরোটাই করেছেন সালমান ও জ্যাকুলিন।
সালমান জানিয়েছেন,শুটিংয়ের সময় মোট তিনজন ছিলেন। গানটি শুট হতে চারদিন সময় লেগেছে, এই চারদিন তারা বিকেল সাড়ে পাঁচটা থেকে ৭টা পর্যন্ত শুটিং করতেন।