
শহীদের এত প্রেম
মে ৬, ২০২০চকলেট বয় খ্যাত নায়ক শহীদ কাপুর। গত বছর কবির সিং নামে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিয়ের আগে কতগুলো প্রেম করেছেন জানেন এই নায়ক।
নায়কের প্রেমিকার তালিকা দেখলে চোখ কপালে উঠবে। কারিনার সঙ্গে তার প্রেমের ব্যাপার সবারই কম বেশি জানা।
এছাড়া ভিডিও জকি বাণী জে’র সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি। তবে এই প্রেমের ব্যাপার দুজনেই কেউই মুখ খোলেননি। দুজনে প্রায়ই একসঙ্গে ঘুরাঘুরি করতেন। আর সবাইকে বলে বেড়িয়েছেন তারা শুধুই বন্ধু।
আরও বেশ বার প্রেম এসেছে তার জীবনে। প্রিয়াঙ্কা চোপড়া,বিদ্যা বালানের সঙ্গে প্রেমের গুঞ্জন বহুবার এসেছে। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গেও তার প্রেম ছিল বলে শোনা যায়। তবে সানিয়ার সঙ্গে প্রেমের বিষয় উড়িয়ে দেন শহীদ।
২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ের পর তার প্রেমিক জীবনের ইতি ঘটে। এই দম্পতির ঘরে মিশা ও জৈন কাপুর নামে দুটি সন্তান রয়েছে।