
লকডাউনে বাহুবলী’র নায়িকার বিয়ের গুঞ্জন
মে ৪, ২০২০ভারত জুড়ে লকডাউন চলছে। এই ঘরবন্দি সময়েই দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়ার বিয়ের গুঞ্জন উঠেছে।
বাহুবলী খ্যাত নায়িকা নাকি সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাককে বিয়ে করছেন। সম্প্রতি তামান্নার সঙ্গে রাজ্জাকের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তামান্নার সঙ্গে রয়েছেন আবদুল রাজ্জাক। তার হাতেও গয়না রয়েছে। এমন একটি ছবি সামনে আসতেই জল্পনা ছড়ায় ভক্তদের মধ্যে। যে সানিয়া মির্জার মতো পাকিস্তানেই ঘর বাঁধবেন তামান্না।
জানা গেছে, ওই ছবিটি বেশ পুরোনো। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে একই সঙ্গে আমন্ত্রিত ছিলেন তারা। পুরোনো সেই ছবি সামনে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়। ভক্তরা ধরে নেন, রাজ্জাক-তামান্না বিয়ের কেনাকাটা করছেন।