
মুক্তি পাচ্ছে অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’
মে ১৪, ২০২০সুজিত সরকার পরিচালিত আলোচিত সিনেমা ‘গুলাবো সিতাবো’ আগামী ১২ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে।
এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা। ভারতীয় গণমাধ্যমের খবর, ভিন্নধারার কমেডি সিনেমাটি ২০০টি দেশজুড়ে প্রিমিয়ার হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
অমিতাভ বচ্চন বলেন, ’গুলাবো সিতাবো’ হলো এক টুকরো জীবন। সুজিত যখন প্রথমবার আমাকে এই ছবির কথা জানিয়েছিলেন তখন থেকেই আমি আমার চরিত্রটি নিয়ে বেশ আগ্রহী ছিলাম।
এই পরিচালকের ‘ভিকি ডোনার’ সিনেমা দিয়ে প্রায় আট বছর পর আবারও সুজিতের সঙ্গে জুটি বাঁধলেন ‘গুলাবো সিতাবো’র জন্যে।
আয়ুষ্মান বলেন, ‘এই ছবি আমার জন্য খুব স্পেশাল। ভিকি ডোনারের পর আমার মেন্টর সুজিত সরকারের সঙ্গে এটি দ্বিতীয় ছবি। আমি আজ যে জায়গায় তা পরিচালক সুজিত সরকারের কারণেই।
এই ছবিটি ছাড়া অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’সহ আরও বেশ কিছু ছবি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তির কথা শোনা যাচ্ছে।