
পার্টি করে সমালোচিত ম্যাডোনা
মে ৭, ২০২০পপ গায়িকা ম্যাডোনার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনা নিয়ে মোটেও ভীত নন তিনি। ৬১ বছর বয়সী গায়িকা নিজের সোশ্যাল সাইটে নিজেই পোস্ট করেছেন।
ম্যাডোনা জড়িয়ে ধরেছিলেন বহু পুরোনো বন্ধু এবং প্রতিবেশী ক্লেইনকে। তারই জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন এই গায়িকা।
খবর প্রকাশ্যে আসতেই বিতর্কিত হন শিল্পী। তবে ম্যাডোনার ম্যানেজার মিশেল এল রুইজ একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ম্যাডোনা নিজের বাড়িতে ছিলেন।
সেখানে স্টিভেনের জন্মদিন উদযাপিত হয়। মাত্র পাঁচজন এসেছিলেন পার্টিতে। সবাই একমাস কোয়ারেন্টিনে ছিলেন। সবার মুখে মাস্ক ছিল। সামাজিক দূরত্বেও ছিলেন সবাই। এভাবে ভুয়া খবর রটিয়ে ম্যাডোনা আর তার সন্তানদের ক্ষতি করছেন আসলে সবাই।
এদিকে করোনা পজিটিভ রেজাল্ট আসার পরেও নিজের খেয়াল খুশি মতো লং ড্রাইভে যাচ্ছেন ম্যাডোনা। সেই তথ্য আগেই দিয়েছিলেন তিনি।