
পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং করবেন মেহজাবীন
মে ১৭, ২০২০জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় অবস্থা স্বাভাবিক হলেই শুটিং করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
টেলিভিশন সংগঠনগুলোর যৌথ সিদ্ধান্তে আজ রোববার থেকে শর্ত সাপেক্ষে শুটিং শুরু হচ্ছে। তবে অনেক শিল্পী এই পরিস্থিতিতে শুটিং-এ অংশ নিতে চাচ্ছেন না। কারণ দিনকে দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।
এ ব্যাপারে মেহজাবীন বলেন, এই পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমি এখন শুটিং করব না। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ করা যাবে। আগে তো বাঁচতে হবে। সবকিছু ঠিক হোক তারপর দেখবো। এ মুহূর্তে আসলে কাজ নিয়ে একদম ভাবছি না। কবে যে সবকিছু ঠিকঠাক হবে, সেটা নিয়েই চিন্তায় আছি।
লকডাউনের আগে কিছু নাটকের কাজ করেছিলেন মেহজাবীন। ঈদে সেগুলো প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।