
নোবেলের তৃতীয় বিয়ে?
মে ২৬, ২০২০গুঞ্জন উঠেছে তৃতীয় বিয়ে করেছেন সারেগামাপা খ্যাত গায়ক নোবেল। ৫ লাখ টাকা দেন মোহরে গেল ১৫ নভেম্বর তৃতীয় বিয়ে করেন তিনি।
তার স্ত্রীর নাম মেহরুবা। সাত মাস ধরে তারা সংসার করছেন বলে খবর ফাঁস হয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের লিজেন্ড শিল্পীদের নিয়ে অপমানজনক মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই কণ্ঠশিল্পী। আর এই কারণে র্যাব- ২ এর কার্যালয়ে ডাকা হয়েছিল তাকে। অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এই গায়ক।
এমন এক সময়ে তার গোপন বিয়ের খবর সামনে এলো। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি।
এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল নোবেলের। তবে বেশিদিন টেকেনি সেই সংসার। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়র সঙ্গেও সংসার শুরু করেছিলেন নোবেল। টেকেনি সেই সংসারও।