
‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর আত্মহত্যা
মে ২৭, ২০২০ভারতীয় অভিনেত্রী প্রেক্ষা মেহতা। তিনি ‘ক্রাইম পেট্রোল’-এ অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া ‘মেরি দুর্গা’, ‘লাল ইশক’সহ আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
সোমবার রাতে ইনদোরে নিজের বাড়িতেই সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করলেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।
মঙ্গলবার সকালেই অভিনেত্রীকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন প্রেক্ষারই পরিবারের এক সদস্য। পরিবার সূত্রে জানানো হয়েছে, একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি। কিন্তু তাতে মৃত্যুর কোনও কারণ উল্লেখ করেননি অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, লকডাউনের কারণে কোনও কাজ না থাকার জন্য অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন প্রেক্ষা মেহতা। আর তারপরে মুম্বাইতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে দেখে মধ্যপ্রদেশের ইনদোরে নিজের বাড়িতেই চলে গিয়েছিলেন তিনি। তবে তার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ছিল বেদনাদায়ক। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্বপ্নদের মৃত্যু সব থেকে খারাপ!’