
ইরফান অসাধারণ মানুষ: দীপিকা
মে ৮, ২০২০বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। ২৯ এপ্রিল সবাইকে শোকস্তব্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। বিরল ক্যানসারকে তিনি হার মানাবেনই… এমনটাই আশা ছিল পরিবারের সঙ্গে তার সহকর্মীদেরও।
কিন্তু শেষ রক্ষা হলো না। তার অসংখ্য ছবি দর্শকের মনের গভীরে জায়গা করে নিয়েছে। আর তারই মধ্যে অন্যতম পিকু ছবিতে রানা চৌধুরীর চরিত্রটি। আজ ৮ মে ৫ বছরে পূর্ণ করলো সেই ছবি।
তার ঠিক আগের দিন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো দীপিকা পাডুকোন এবং ইরফান খানের একটি ভিডিও। হলিউড ছবি XXX: Return of Xander Cage-এর স্ক্রিনিংয়ে ইরফান খান ঢোকার সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে যান দীপিকা।
তাকে জড়িয়ে ধরে বলেন, ‘ইনি এক অসাধারণ মানুষ। আমার সবচেয়ে প্রিয়।’ পিকু ছবিতেও প্রশংসিত হয়েছে দীপিকা-ইরফানের অনন্য সমীকরণ।