
অভিনেত্রী মুমতাজের মৃত্যুর গুজব
মে ২৪, ২০২০বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী মুমতাজ। হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার মেয়ে তানিয়া মাধবানি জানিয়েছেন, মৃত্যুর খবর পুরোপুরি গুজব। উনি আগের মতোই সুন্দর রয়েছেন।
এদিকে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করেছেন তানিয়া। সেখানে দেখা যায় মুমতাজ বলছেন, আমি মরিনি, আমি জীবিতই আছি।
মুনতাজের বয়স এখন ৭৩ বছর। তার অভিনীত ‘স্ত্রী’, ‘ভাল্লা কিয়া বাত হ্যায়’, ‘মুঝে জিনে দো’, ‘গেহরা দাগ’, ‘মেরে সনম’, ‘ডাকু মঙ্গল সিং’, ‘রাম আউর শ্যাম’, ‘পাথ্থর কে সনম’, ‘হামরাজ’, ‘সিআইডি ৯০৯’, ‘দো রাস্তে’, ‘বন্ধন’, ‘আদমি আউর ইনসান’, ‘সাচ্চা ঝুটা’, ‘পরদেশী খিঁলোনা’ সিনেমাগুলো অন্যতম।
মুমতাজের মেয়ে জানান, মায়ের ভক্তরা এই গুজবকে বিশ্বাস করবেন না। তিনি ভালো আছেন। বহু বছর আগে মুমতাজ যখন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তখনকার কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাতে তাকে অসুস্থ এবং বৃদ্ধা হিসেবে দেখা গেছে। তবে এখন তিনি বেশ ভালোই আছেন।