
মাঠে আছেন পপি
এপ্রিল ১৬, ২০২০জনপ্রিয় চিত্রনায়িকা পপি। করোনাভাইরাসের ভয়কে উপেক্ষা করে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এই নায়িকা।
নিজ এলাকা খুলনা খালিশপুরের আশাপাশে প্রায় ২ হাজার অসচ্ছল মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করলন।
এখন সেখানেই আছেন পপি। তিনি বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) ছিল পহেলা বৈশাখ। বাংলা বছরের শুরুর দিনে খালিশপুরের প্রায় ১ হাজার অসচ্ছল মানুষকে চাল, ডাল, সাবানসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছি। প্রত্যেকেই মাঝে নিরাপদ দূরত্ব বজায় ছিল। এর আগে খুলনার শিববাড়ি মোড়, বিএল কলেজ এলাকা, বৈকালিন এলাকায় সন্ধ্যার পর ঘুরে ঘুরে প্রায় ১ হাজার মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছি।
তবে পপি এটিকে ত্রাণ নয়, সহায়তাও নয়; বরং ‘রিটার্ন অব লাভ’ বলছেন। তার ভাষ্য, তারকা হিসেবে সকলের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এটা হলো তারই যৎসামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা, যদিও ভালোবাসার কোনও প্রতিদান দেওয়া যায় না।