
সালমানের বাড়িতে বন্দি জ্যাকুলিন
এপ্রিল ১০, ২০২০সালমান খান পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না। পরিবারের সদস্যদের নিয়ে আটকা আছেন ভাইজান।
সেখানে রয়েছেন তার বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ূষ শর্মা, সোহেল খানের ছেলে নিভান রয়েছেন।
লকডাউনের জন্য সেখানে আরও একজন আটকা পড়ে আছেন। তিনি হলেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। জানা গেছে, রাধে-র একটি আইটেম গানের শুটিং শেষ করে সালমানের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে হাজির হন এই নায়িকা।
কিন্তু লকডাউনের কারণে বাগান বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছেন না জ্যাকুলিন। এ নিয়ে অবশ্য এখনও তিনি মুখ খোলেননি।