
বসন্ত-ভালোবাসা দিবসে ‘হৃদয় জুড়ে’
ফেব্রুয়ারি ১৫, ২০২০রফিক শিকদার পরিচালিত হৃদয় জুড়ে ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নিরব ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবিটির ব্যাপক প্রচার প্রচারণা চলছে।
এবার বসন্ত আর ভালোবাসার দিবসকে প্রচারণার জন্য বেছে নিল ছবিটি । ছবির পোস্টারে মোড়ানো পিকআপ ঘুরলো রাজধানী জুড়ে। তাতে বাজলো গান, একদল ছেলে-মেয়ে সেই পিকআপে করছিল উল্লাস। ছবির প্রচারণায় রাজধানীতে ঘুরে বেড়ালো সেই পিকআপ।
হৃদয় জুড়ে প্রচারণায় পুরো শহর জুড়ে পিকআপ করে ঘুরে প্রায় ৩৮ হাজার লিফলেট বিলি করা হয়।
স্টার পাইপ এন্ড প্লাস্টিক প্রেজেন্ট ‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মৌলিক গল্পের ছবি হৃদয় জুড়ে। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য করেছেন। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক রুবেল।