
মারিয়ার ‘ভ্যালেন্টাইনস ডে-২০২০’
ফেব্রুয়ারি ২, ২০২০দেশের অন্যতম সফল উপস্থাপিকা মারিয়া নূর। মাঝে নাটকে অভিনয়েও দেখা গেছে তাকে। তবে বর্তমানে উপস্থাপনা নিয়েই ব্যস্ততা তার। আসছে ভালোবাসা দিবসে ‘ভ্যালেন্টাইনস ডে-২০২০’ নামে একটি নাটকে দেখা যাবে মারিয়াকে।
এতে গায়ক-নায়ক তাহসানের বিপরীতে সঙ্গে জুটি হয়েছেন তিনি। পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
এ ব্যাপারে মারিয়া নূর বলেন, সব ভালোবাসার গল্প প্রায় একই রকম হয়। কিন্তু এর মাঝেও গল্প বলার ধরনে পরিবর্তন থাকে। এ নাটকে সেটি থাকবে।
সবশেষ ২০১৮ সালে ‘দানপত্র’ শিরোনামের একটি নাটকে দেখা গেছে মারিয়াকে। মিডিয়ায় তার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি (আর জে) হিসেবে, সেটি ২০০৯ সালে। টিভি পর্দায় তার আবির্ভাব ঘটে ২০১২ সালে। এটিও ছিল উপস্থাপনা।
তবে এই তরুণী প্রথম পরিচিতি পান ‘এখানেই ডটকম’-এর বিজ্ঞাপনে ‘ইয়াশনা’ নামটি দিয়ে। এছাড়া মেরিল লিপজেল, লিপটন তাজা চা, রুচি ঝাল চানাচুরসহ একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল তিনি। এরপর জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনায় মারিয়া নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়।