
মানবতার পথে হাঁটতে বললেন নুসরাত
ফেব্রুয়ারি ২৭, ২০২০ভারতের রাজধানী দিল্লি জ্বলছে। ১-২ নয়, ২০ জনের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এই পরিস্থিতি তে মানবতার বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান।
বুধবার সকালে টুইট করেছেন অভিনেত্রী। তার পোস্ট করা ছবিতে লেখা,মুসলিম ও হিন্দু দুটো শব্দ।
নুসরাত লিখেছেন, ‘আমার দেশ জ্বলছে আর তাতে আমি কষ্ট পাচ্ছি। ভুলে গেলে চলবে না যে সবার আগে আমরা মানুষ।’ একই সঙ্গে গুজব কিংবা ভুয়া খবর যাতে না ছড়ায় সেই বার্তাও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দিল্লির হিংসায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। আহত ১৮৯ জন। এই পরিস্থিতির জন্য দিল্লির সভানেত্রী সনিয়া গান্ধী কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করছেন। বুধববার সাংবাদিক বৈঠকে তিনি ঘটনার নিন্দা করে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন।