
মডেলকে বিয়ে করলেন নায়িকা
ফেব্রুয়ারি ২১, ২০২০শাকিব খানের সঙ্গে শাহেনশাহ ছবিতে অভিনয় করেছেন রোদেলা জান্নাত। অন্যদিকে দেশের নামী র্যাম্প মডেল খালেদ হোসেন সুজন। তিনি ৫০ টির বেশি বিজ্ঞাপনেও কাজ করেছেন। বর্তমানে চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে।
এই মডেল ও নায়িকা এবার বিয়ে করলেন। বৃহস্পতিবার দুই পরিবারের অংশগ্রহণে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রোদেলা বলেন, আমাদের পারস্পরিক বোঝাপড়া ভালো। মনে হয়েছে জীবনসঙ্গী হিসেবে সুজন বেটার। আমাদেত দুই পরিবারের সম্পতিতেই বিয়ে হয়েছে। সবাই দোয়া করবেন।
রোদেলা অভিনীত ছবিটি শিগগিরই মুক্তি পাবে। মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করেছেন রোদেলা। এর আগে একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজ করেছিলেন।