
ভিডিওতে নেট দুনিয়ায় উত্তাপ মোনালিসার
ফেব্রুয়ারি ২৫, ২০২০হাজার তরুণের বুকে ঝড় তোলেন তিনি। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের একটা পোস্ট দেখতে হামলে পড়ে জনতা। সেই মোনালিসাই একটি ছোট ভিডিও টুইট করেছেন ইনস্টাগ্রামে।
সেখানে দেখেই বোঝা যাচ্ছে জনপ্রিয়তম হিন্দি ধারাবাহিক ‘নজর ২’-এর প্রমোশনের কারণেই এই পোস্ট৷ তবে এটা ট্রেলার বা টিজার নয়। এটি এটি মোনালিসার সুইমিং পুলের একটি ভিডিও। যে ভিডিওর পেছনে চলছে জনপ্রিয় হিন্দি গান ‘দিলবর’।
ভারতীয় গণমাধ্যমের খবর, মোনালিসা ছবির ক্যারিয়ার আঞ্চলিক ভাষায় শুরু করলেও ধীরে ধীরে নিজের ক্যারিয়ার বড় করেছিলেন দেশের অন্যসবআঞ্চলিক ভাষাতেও। বাংলাতে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-তে ঝুমা বৌদির চরিত্র তাকে জনপ্রিয়তা দেয়।