
বুবলীর অবস্থান নিয়ে মুখ খুললেন বোন
ফেব্রুয়ারি ২০, ২০২০চিত্রনায়িকা শবনম বুবলীর অবস্থান পরিস্কারভাবে কেউ বলছেন না। সম্প্রতি বুবলী অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পেলেও সিনেমা হলে কিংবা প্রচারণার সময় দেখা যায়নি তাকে।
বুবলী কোথায়- এই প্রশ্ন এখন শোবিজের চারদিকে। এ ব্যাপারে নায়িকার বড় বোন ও সংগীতশিল্পী নাজনীন মিমি একটি গণমাধ্যমে বলেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছি। বুবলী দেশে নেই। আমি সিঙ্গাপুর যাওয়ার সময় বুবলী আমেরিকায় যাওয়ার কথা আমায় বলেছিলো। তাই আমার জানামতে, বুবলী বর্তমানে আমেরিকায় আছেন। আমেরিকা থেকে লন্ডন হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। ঘুরতেই দেশের বাইরে গেছে বুবলী। এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় শাকিব-বুবলীকে ঘিরে নানা রং মাখানোর সংবাদ দেখছি। তবে এটা একদমই কাম্য না।
এদিকে গুঞ্জন উঠেছে বুবলী নাকি অন্তঃসত্ত্বা। শাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর আছে ইন্ডাস্ট্রিতে।