
বিজ্ঞাপনে তমা
ফেব্রুয়ারি ৬, ২০২০ঢাকাই ছবির আলোচিত নায়িকা তমা মির্জা। নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন তিনি।
কলকাতায় গিয়ে একটি মেহেদীর বিজ্ঞাপনের শুটিং করেছেন তমা। সেখানে হাতে মেহেদী এবং নতুন বউয়ের পোশাকে দেখা গেল তাকে।
তমা মির্জা বলেন, এখানে মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। তাই তো নতুন বউয়ের সাজ দিতে হলো। এটি পরিচালনা করেছেন সৈনক মিত্র। আসছে ঈদকে কেন্দ্র করে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
এদিকে চলতি সপ্তাহে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে র্যাম্পে মঞ্চে হাঁটবেন বলে জানান তমা মির্জা।
সবশেষ মিউজিক্যাল ফিল্ম গহীনের গান সিনেমায় তমাকে দেখা যায়। নিয়মিতভাবে ষ্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি।