
কাজী শুভর ‘কইরা গেলা পর’
ফেব্রুয়ারি ৪, ২০২০নতুন একটি ফোক গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ভালোবাসা দিবস উপলক্ষে ‘কইরা গেলা পর’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।
এর কথা ও সুর করেছেন ফয়সাল রাব্বিকীন। আর সংগীতায়োজন করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও আকারে ইউনিভার্সেল মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি প্রকাশ হবে আগামী কয়েকদিনের মধ্যে।
এটির ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। আর এর ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন আদর ও সিনহা।
কাজী শুভ বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান। আমার গাইতে বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ হলে ভালো লাগবে সবার।