
নতুন পরিচয়ে সানি দেওল
ফেব্রুয়ারি ৭, ২০২০সানি দেওল এবার ডিজিটাল প্ল্যাটফর্মে ডেব্যু করতে চলেছেন। জি ফাইভের একটি প্রযোজনায় কাজ করতে চলেছেন তিনি।
ইতিমধ্যেই শো-এর শ্যুটিংও শুরু হয়েছে মুম্বাইয়ের মাঢ আইল্যান্ডে। শোয়ের নাম ‘জি ৪৯’। এখানে সানিকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।
সানি এই মুহূর্তে পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ। কাজেই রাজনৈতিক ব্যস্ততা তো রয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল ‘ব্ল্যাঙ্ক’ ছবিতে।
ইতিমধ্যে তার ছেলে করণ দেওলও বাবার পরিচালনায় ‘পল পল দিল কে পাস’ ছবিতে অভিনয় শুরু করেছেন। যদিও ছবিটি একদমই সাফল্য পায়নি।