
আবারও শহীদ-আলিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০২০কবির সিং ছবিটি সুপারহিট হওয়ার পর থেকে শহীদ কাপুরের উপরে প্রযোজকদের আগ্রহ বাড়ছেই। আপাতত ‘জার্সি’ ছবি নিয়ে ব্যস্ত শহীদ।
আরও একটি ছবিতে কাজের কথা শোনা যাচ্ছে তার। ফের আলিয়ার সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হবেন এমন আভাস মিলছে। শানদার’র পর শহীদ-আলিয়া এবার করণ জোহরের প্রযোজিত ছবিতে থাকছেন তারা। ছবিতে নতুন একজন পরিচালক রয়েছেন
ভারতীয় গণমাধ্যমের খবর, শহীদ নাকি ইতিমধ্যে ছবির জন্য হ্যাঁ বলে দিয়েছেন। এবার আলিয়ার দিক থেকে সম্মতি মিললেই নাকি শুরু হবে শুটিং। যতদূর জানা যাচ্ছে, ছবির বিষয়বস্তু হতে চলেছে দেশাত্মবোধ।
শহীদ-আলিয়ার প্রথম ছবি ‘শানদার’ মুক্তি পেয়েছিল ২০১৫-তে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল বিকাশ বহেল পরিচালিত ওই ছবি। শুধু তাই নয়, ২০১৫-এ সবচেয়ে ফ্লপ ছবির আখ্যাও দেয়া হয়েছিল ওই ছবিকে।
রণবীরের কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জনের পাশাপাশি এই নায়কের জুটি হয়ে ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারণায় এখন ব্যস্ত আলিয়া।