
আনন্দিত অধরা খান
ফেব্রুয়ারি ৮, ২০২০ঢাকাই ছবির গ্লামারাস নায়িকা অধরা খানের ফেসবুক আইডি ভেরিফাইড হয়েছে। তার নামে আইডির পাশে নীল রঙয়ের সংকেত যুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে ভীষণ আনন্দিত তরুণ প্রজন্মের এই নায়িকা।
অধরা খান বললেন, খুব খুব ভালো লাগছে। এখন আমার অনুসারীরা খুব সহজেই আমাকে এই আইডিতে খুঁজে পাবেন। কারণ বর্তমানে ফেক আইডির কারণে বিব্রত হতে হয়। আমার নাম-ছবি ব্যবহার করে অনেকগুলো ফেক আইডি আছে। বলা চলে ফেক আইডির যন্ত্রণা থেকে মুক্ত হলাম।
২০১৮ সালে অধরা অভিনীত ‘নায়ক’, ‘মাতাল’ নামে দুটি ছবি মুক্তি পায়। দুটি ছবিতেই তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এই নায়িকার পাগলের মতো ভালোবাসি ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া উম্নাদ নামে একটি ছবির কাজ শুরু করেছেন সম্প্রতি।
অন্যদিকে আরও বেশ কিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা চলছে বলে জানান অধরা খান।