
বিয়ে করলেন মিথিলা-সৃজিত
ডিসেম্বর ৬, ২০১৯কলকাতার বুকে সন্ধ্যা নামতেই বিয়ের বাজনা বেজে উঠল সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। লাল জহরকোট এবং কালো পাঞ্জাবি পরেছিলেন সৃজিত। আর মিথিলা লাল রঙের জামদানি শাড়ি পরেন। রেজিস্ট্রি বিয়ের সময় উপস্থিত ছিল মিথিলার আগের ঘরের কন্যা সন্তান।
সৃজিত সকালেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির কয়েকজনকেই আমন্ত্রণ করেছেন বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে। সন্ধ্যা হতে না হতেই হাজির হয়ে গিয়েছেন রুদ্রনীল, শ্রীজাতরা। খবর আনন্দবাজার পত্রিকার।
মিথিলা-সৃজিতের আলাপ বেশ কয়েক বছরের। বন্ধুত্ব দিয়ে শুরু। ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেম। বেশ কিছু মাস ধরেই তাদের বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।
কেউ বলছিলেন আগামী বছরের শুরুতে বিয়ে করবেন তিনি আবার কেউ কেউ বলছিলেন বিয়ে করতে করতে সেই মার্চ। অবশেষে জল্পনার শেষ। নতুন জীবনে যাত্রা শুরু করলেন সৃজিত-মিথিলা।