
বিয়ের পর বদলে গেছে মিথিলার নাম!
ডিসেম্বর ৮, ২০১৯বাংলাদেশের আলোচিত মডেল, অভিনেত্রী, গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতের বাংলা ছবির নির্মাতা সৃজিত মুখার্জি রেজিস্ট্রি বিয়ে করেছেন শুক্রবার (৬ ডিসেম্বর)।
প্রায় এক বছর ধরেই গোপনে প্রেম করছিলেন মিথিলা-সৃজিত। ফলে তাদের বিয়ে নিয়ে দুই বাংলার মানুষের কৌতূহল ছিল। এদিকে বিয়ের পর পরই নাম পরিবর্তন করলেন মিথিলা।
নিজের ইন্সটাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে এভাবেই নিজেই নতুন পরিচয় জানিয়েছেন। মিথিলাকে এখন মিসেস মুখার্জি বলেই ডাকতে হবে।
বছর খানেক আগে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিও উপলক্ষে মিথিলার সঙ্গে আলাপ হয়েছিল সৃজিতের। অল্পদিনের মধ্যেই তাদের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। তাদের মধ্যেকার বন্ধুত্ব যে বেশ গভীর সে কথা তারা স্বীকারও করেছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট একসঙ্গে থাকার শপথ নিয়ে সংসার জীবনে পা রাখেন তাহসান-মিথিলা। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০ জুলাই। তাদের দাম্পত্য জীবনে একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান।