
নানা হলেন ডিপজল
নভেম্বর ১১, ২০১৯নানা হলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজল। গতকাল ১০ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের মা হয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রাহমান। জানা গেছে,মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন ওলিজা। শুভাকাঙ্ক্ষীরা ছাড়াও শুভকামনা জানাচ্ছেন চলচ্চিত্র জগতের অনেকেই।
গত বছরের জুনে মেয়ের বিয়ে দেন ডিপজল। ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় ব্যবসায়ী। পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর গেল বছর ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ওলিজা মনোয়ার বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকাপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ঢাকায় ”ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও” নামে ওলিজার একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ”ওলিজা ফিশারিজ এন্ড এগ্রোস” নামেও তার একটি ফার্ম রয়েছে।