
জাহিদ আকবরের কথায় প্রত্যয়ের ”মন ভ্রমরা”
নভেম্বর ১৬, ২০১৯ 0 By প্রতিবেদক, বিনোদন২৪.কমজনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের কথায় এবার গান গাইলেন এ প্রজন্মের অন্যতম আলোচিত শিল্পী প্রত্যয় খান। ”মন ভ্রমরা” শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওটি সম্প্রতি জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটির সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রযোজনা করেছেন জিয়াউদ্দিন আলম। গানে মডেল হিসেবে দেখা গেছে শিল্পী প্রত্যয় খান ও মডেল পাপিয়াকে।
এ প্রসঙ্গে প্রত্যয় খান বলেন,”জাহিদ আকবর খুব সুন্দর করে গানটি লিখেছে। প্রত্যেকটি লাইন শ্রোতাদের ভালো লাগার মত। আশা করছি সবাই গানটি শুনবেন। ইউটিউবে প্রকাশ করার পর থেকে অনেকে আমাকে শুভকামনা জানিয়েছেন।”
প্রত্যয় খানের ”তুমি চাইলে”,”দূরে একা”, ”উদাস মন”,”মাঝে মাঝে”, ”যদি তুমি”,”অপরাধী”,”মানে না মন”সহ বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। আর জাহিদ আকবরের লেখা জনপ্রিয় ও আলোচিত গানের মধ্যে রয়েছে হাবিবের ”ডুব”, ন্যানসির ”দুদিকেই বসবাস”, ইমরানের ”আরাধনা”, আরেফিন রুমির ”মন রাখো পাঁজরে”, কাজী শুভর ”মন পাঁজরে”সহ আরও বেশকিছু গান।