
গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা
নভেম্বর ২, ২০১৯শুরু হয়েছে তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রখ্যাত পোলিশ চিত্র পরিচালক ক্রিস্টফ জানুসি ও আসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গত বৃহস্পতিবার উৎসবটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মধুর ভান্ডারকার, গ্র্যামিজয়ী রিকি কেজ, মণিপুরী চিত্র পরিচালক অরিবাম শ্যাম শর্মা, অভিনেতা আদিল হুসেন প্রমুখ। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ইরানের ‘চারকোল’।
জানা গেছে, উৎসবে বাংলাদেশের দুটি ছবি দেখানো হবে। একটি তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, অন্যটি নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’।
আগামী ৪ ও ৫ নভেম্বর ছবি দুটি দেখানো হবে। ৬ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এটি ভারতের প্রথম প্লাস্টিকমুক্ত চলচ্চিত্র উৎসব বলে দাবি করা হয়েছে।