স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ”ন ডরাই”। সমুদ্রের ঢেউ তরঙ্গে সার্ফ বোর্ডে ভেসে বেড়ানো এক বাঙালী নারীর জীবনের সত্য গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। দেশে সার্ফিং নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ হলো।
তানিম রহমান অংশু পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনেই পরিচিত হলেও এবার তারা জুটি বেঁধে বড় পর্দায় আসছেন এ চলচ্চিত্রটির মাধ্যমে।
এ প্রসঙ্গে তানিম রহমান অংশু জানান,একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত তৈরি হয়েছে চলচ্চিত্রটির গল্প। নারীর এগিয়ে যাওয়ার বার্তাও থাকছে চলচ্চিত্রটিতে।
সত্য ঘটনা অবলম্বন করে ”ন ডরাই”-এর চিত্রনাট্য লিখেছেন বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। চলচ্চিত্রটির প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। চলচ্চিত্রটিতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে। জানা গেছে,আগামী ১৫ নভেম্বরের মধ্যে ‘ন ডরাই’ সেন্সরে জমা দেওয়া হবে। দেশে মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে ”ন ডরাই”।