
বিধবা নারীর চরিত্রে অহনা
অক্টোবর ১৪, ২০১৯ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনাকে এবার ওয়েব সিরিজে দেখা যাবে। সুমন আনোয়ারের নির্মাণে ‘সদরঘাটের টাইগার’ নামের ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।
গল্পে বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন অহনা। অহনার মতে, এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র। তিনি সিরিজটি নিয়ে বেশ আশাবাদী। গেল মাসেই অহনা জানান, টিভি ধারাবাহিকে অনাগ্রহের কথা। এখন থেকে ওয়েব সিরিজ ও একক নাটকে নিয়মিত অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়তেও কাজ করেছেন অহনা। চাকরের প্রেম, দুই পৃথিবী, চোখের দেখা এই তিন সিনেমায় দেখা গেছে তাকে। তবে আর চলচ্চিত্রে কাজ করবেন না বলে অনেক আগেই ঘোষণা দেন তিনি।