
পরাজিত হয়েও বিশেষ কমিটিতে থাকছেন মৌসুমী!
অক্টোবর ২৭, ২০১৯সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আলোচিত প্রার্থী ছিলেন সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী নায়িকা মৌসুমী।
প্রচারণায় চমক সৃষ্টি করে আশা জাগালেও শেষ পর্যন্ত আগের কমিটির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে পেরে উঠেননি তিনি। তবে হারলেও নির্বাচনের ফল মেনে নিয়ে তিনি যে নতুন কমিটির পাশে থাকার কথা বলেছিলেন সেটা পূর্ণতা পেতে যাচ্ছে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী সভাপতি মিশা সওদাগরের কথায়।
জয়ের পর মিশা সওদাগর বলেন, মৌসুমী আমার বন্ধু। ওকে নিয়ে কাজ করব। নির্বাচনের আগেও বলেছি আমি জিতলে মৌসুমীকে নিয়ে কাজ করবো। আর আমি হেরে গেলে ফুলের মালা পরাবো। ও হেরেছে তাতে কি! ও আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। মৌসুমীকে বিশেষ কমিটিতে রাখাবো। তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।