
মডেল হয়ে আসছেন রুনা লায়লা
সেপ্টেম্বর ৯, ২০১৯দেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। দীর্ঘদিন পর গানের ভিডিও প্রকাশ করছেন এ গায়িকা। নিজের গানটিতে নিজেই মডেল হয়েছেন তিনি। গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি আর’।
এই গানটি লিখেছেন কবির বকুল। সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। রুনা লায়লা সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন। গানটির রেকর্ডিং শেষ হয় গেল ভালোবাসা দিবসে।
ধ্রুব মিউজিক ষ্টেশনের আয়োজনে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক গানটির ভিডিও নির্মাণ করেন।
মিউজিক ভিডিওর শুটিং প্রসঙ্গে রুনা লায়লা বলছিলেন, ‘ফেরাতে পারিনি গানের সুর আমারই করা। গানে কন্ঠ দিয়েছি আমি। নিজের সুর ও গাওয়া গানের মিউজিক ভিডিওতে এবারই প্রথম অংশ নেয়া। যে কারণে নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করছিলো। সবাই বেশ আন্তরিকতা নিয়ে কষ্ট করে কাজ করেছেন। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।’