
নিশোর নতুন
সেপ্টেম্বর ২৪, ২০১৯সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও ব্যস্ত সময় পার করছেন তিনি।
তারই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন এ অভিনেতা। ‘বিউটি এন্ড বুলেট’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।
এশিয়াটিক থ্রিসিক্সটির অঙ্গপ্রতিষ্ঠান গুড কোম্পানি লিমিটেড প্রযোজনা করেছে এ ওয়েব সিরিজটি।
এটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে আরো অভিনয় করছেন তিন লাক্সসুন্দরী জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মিম মানতাশা প্রমুখ।
নিশো বলেন, কাজটি আমার ভক্তরা পছন্দ করবেন আশা করি। দারুণ একটি কাজ হয়েছে।