
নতুন চলচ্চিত্রে অপর্ণা
সেপ্টেম্বর ১৮, ২০১৯ছোট পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজ করছেন চলচ্চিত্রেও। এবার ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি।
হোসনে মোবারক রুমি পরিচালিত ছবিটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ একটি পিরিওডিক্যাল সিনেমা।
কাহিনী এগিয়ে চলে ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। হোসনে মোবারক রুমি জানান, প্রথম লটের শুটিংয়ের প্রস্তুতি নেয়া হয়ে গেছে তাদের। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হবে সিনেমার শুটিং।
এদিকে অপর্ণা বর্তমানে ‘ফাখরুল আরেফিনের ‘গণ্ডি’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, আমি গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করতে পছন্দ করি। আমার অভিনীত প্রতিটি ছবিই গল্পনির্ভর। নতুন ছবিও একই ধরনের হচ্ছে।
অপর্ণা অভিনীত কয়েকটি চলচ্চিত্র হলো ‘মৃত্তিকা মায়া’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’ ও ‘ভুবন মাঝি’।