
ঢাকাই সিনেমায় বলিউডের নায়িকা
সেপ্টেম্বর ৩০, ২০১৯ঢাকাই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।
৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এক ভিডিও পোস্টে বলেন, বাংলাদেশে আমার ভক্ত এবং দর্শকদের জন্য একটা সুখবর আছে। আর সেটা হলো, আমি একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ছবিটির নাম ‘অ্যাডভোকেট সুরাজ’। পরিচালনা করবেন গুণী নির্মাতা সি.বি জামান। ছবির মাধ্যমে দেখা হবে শিগগিরই।
‘ফ্যাশন’, ‘হিরোইন’, ‘কমান্ডো’র মতো ছবিতে অভিনয় করেছেন পূজা চোপড়া। ‘অ্যাডভোকেট সুরাজ’ ছবিটি প্রযোজনা করছে এসএইচকে গ্লোবাল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এসএইচকে গ্লোবাল-এর চেয়ারম্যান শামস হাসান কাদির।
প্রযোজক জানিয়েছেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।