
ওয়েব সিরিজে সেন্সরশিপ আসছে
সেপ্টেম্বর ১৪, ২০১৯বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ওয়েব সিরিজ। কিন্তু বেশির ভাগ ওয়েব সিরিজে রগরগে দৃশ্যে ধারনের জন্য সমালোচনা কম হয়নি। কিন্তু বেশির ভাগ ওয়েব সিরিজে অবাধ যৌনতার দৃশ্যে থাকায় একশ্রেণির দর্শক আকৃষ্ট হয়েছে নতুন এই প্লাটফরমে।
এবার জানা গেল ভারতে ওয়েব সিরিজের ওপর আরোপিত হচ্ছে ‘সেন্সরশিপ’। স্বয়ং ওয়েব সিরিজের নির্মাতারাই চাইছেন এটা। ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি দিল্লিতে ভিডিও (VDO) টিমের সঙ্গে বৈঠক হয় অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের। সেই বৈঠকেই সেখানেই উঠে আসে বিষয়টি।
সেখানে উল্লেখ করা হয়, যেহেতু মানুষ এখন টেলিভিশনের পর্দা ছেড়ে ওয়েব সিরিজ দেখছেন, তাই চাইল্ড পর্নোগ্রাফি, ক্রাইম ইত্যাদি বিষয়গুলো নিয়ে সচেতন হয়ে কাজ করা উচিত। নেটফ্লিক্স, হটস্টার, ইরোজ নাও, জি ফাইভ সকলেই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে কী রকম কনটেন্ট তারা দেখাবেন।
বৈঠকে উপস্থিত সকলেই অবশ্য এই সেন্সর আরোপের বিপক্ষেও কথা বলেছেন। তবে আলোচনা যেহেতু উঠেছে এবার কিছু একটা হতে পারে বলে মনে করছেন অনেকেই।