
১৫ বছর পর স্ত্রীর জন্য আসিফের গান !
আগস্ট ১৮, ২০১৯ 0 By প্রতিবেদক, বিনোদন২৪.কমপ্রায় ১৫ বছর পর নিজের স্ত্রী সালমা আসিফ মিতুকে উৎসর্গ করে গান গাইলেন ”বাংলা গানের যুবরাজ” খ্যাত জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। ”শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য / তোমার কাছে রোজই ছুটে আসি/ আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/ কেউ না জানুক তোমায় ভালোবাসি” এমন কথার গানটির কথা ও সুর আরেক জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভী’র। আর গানটির সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। সম্প্রতি গানটি প্রকাশ করেছে আর্ব এন্টারটেইনমেন্ট।
এ প্রসঙ্গে আসিফ আকবর বললেন,”মিতু আর আমি এক আত্মা। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোনো শব্দ যদি প্রেমে থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।”
আর সালমা আসিফ মিতু বললেন, ”আসিফ একটু পাগলাটে। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সব গানই আমার প্রিয়। তবে যে গানটা একান্তই আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি একটু বেশিই মুগ্ধতা থাকে। আমরা ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য,২০০৪ সালে প্রকাশিত হলো আসিফ আকবের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’র ৪ নম্বর ট্র্যাক ”কোনো একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে” আসিফ আকবর উৎসর্গ করেছিলেন তার স্ত্রী মিতুকে। গানটির কথা লিখেছিলেন শফিক তুহিন আর সুর করেছিলেন রাজেশ সাহা।