
বাংলাদেশের সিনেমায় দর্শনা
আগস্ট ২৯, ২০১৯কলকাতার মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। নির্মাতা কমলেশ্বর মুখার্জি ‘মুখোমুখি’ ছবিতে ব্রেক দিয়েছিলেন তাকে। কয়েকটি ছবিতে কাজের পর কিছুদিন আগে বাংলাদেশের গায়ক ইমরানের গানে মডেল হন তিনি।
এবার বাংলাদেশের ছবিতে কাজের প্রস্তাব পেলেন। ছবির নাম ‘বসন্ত বিকেল’। পরিচালনা করবেন রফিক শিকদার।
এ ব্যাপারে দর্শনা জানান, ছবিটিতে কাজ করা নিয়ে কথাবার্তা চলছে। শিডিউল মেলাতে পারলে কাজটি করবো। সব ঠিক থাকলে এ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করবেন দর্শনা।